আবাসিক সম্পর্কিত তথ্যাদি
বাংলাদেশের রাজধানী না হয়েও টাঙ্গাইল শিক্ষা নগরী হিসেবে সমগ্র দেশে এক সুবিশাল খ্যাতি অর্জন করতে সক্ষম হযেছে । টাঙ্গাইলের সে সুনাম অক্ষুন্ন রাখতে প্রতিটি আবাসিক ভবনের জন্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছেন তারুণ্য ও মেধার আলোকে উজ্জীবিত দীর্ঘ কয়েক বৎসরের অভিজ্ঞ একাধিক শিক্ষক যাদের কাজ হচ্ছে-
আবাসিক ভবনের নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখে সার্বক্ষণিক লেখাপড়ার পরিবেশ বজায় রাখা ।
স্কুল/কোচিং থেকে দেওয়া প্রতিদিনের পাঠগুলো অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পুনরায় বুঝিয়ে নির্ভুলভাবে আদায় করা।
স্কুল/কোচিং থেকে দেওয়া প্রতিদিনের পাঠগুলো অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পুনরায় বুঝিয়ে নির্ভুলভাবে আদায় করা।
জবাবদিহিতা ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীর সাপ্তাহিক/মাসিক প্রভৃতি পরীক্ষার ফলাফল অভিভাবকদের অবহিত করানো । সর্বোপরি ‘শাহীন শিক্ষা পরিবার’ এর প্রতিটি শাখা কার্যক্রম চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায় পরিচালিত হয় । ফলে যে কোন শিক্ষার্থীর ফলাফল খারাপ, পড়া অনাদায়, নিয়ম কানুন লঙ্ঘনের জন্যও সংশ্লিষ্ট শিক্ষককে আবাসিক প্রধান বা শাখা প্রধান বা চেয়ারম্যান স্যারের নিকট জবাবদিহি করতে হয় ।
অভিজ্ঞ আবাসিক শিক্ষকমন্ডলীকে নিয়ন্ত্রণ এবং ছাত্র-ছাত্রীদের অধিক সেবা প্রদানের জন্য রয়েছেন প্রতিটি আবাসিক ভবনে একজন করে হোস্টেল সুপার, যার কাজ হচ্ছে চেয়ারম্যান স্যারের নির্দেশিত প্রতিটি আদেশ-নিষেধ আবাসিকে যথাযথ পালিত হয় কি না তা সার্বক্ষণিক তদারকি করা ।
অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা শুশ্রুষা ও সর্বোচ্চ চিকিৎসা সুবিধা ।
অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা শুশ্রুষা ও সর্বোচ্চ চিকিৎসা সুবিধা ।
আবাসিক এর বিশেষ সুবিধাদি
☛ একই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আবাসিক ভবন, একাডেমিক ভবন, ডাইনিং, সুইমিং পুল ও খেলার মাঠ রয়েছে
☛ প্রতিটি ভবনের দায়িত্বে একাধিক নিরাপত্তা রক্ষী । আবাসিক ভবনে অভিভাবকদের যাতায়াত নিয়ন্ত্রিত । সপ্তাহে শুধুমাত্র শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অভিভাবকগণ সাক্ষাত করতে পারবেন ।
☛ আবাসিক ছাত্রদের খোঁজ-খবর নিতে প্রতিটি শাখায় একাধিক ফোন ও মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে ।
☛ প্রতিটি ভবনের দায়িত্বে একাধিক নিরাপত্তা রক্ষী । আবাসিক ভবনে অভিভাবকদের যাতায়াত নিয়ন্ত্রিত । সপ্তাহে শুধুমাত্র শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত অভিভাবকগণ সাক্ষাত করতে পারবেন ।
☛ আবাসিক ছাত্রদের খোঁজ-খবর নিতে প্রতিটি শাখায় একাধিক ফোন ও মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে ।
সকাল : ভাত, ভর্তা/সবজি, ডাউল, ভাজি, ডিম অথবা খিচুড়ি ।
দুপুর : ভাত, সবজি, মাছ অথবা মাংসের তরকারি ও ডাউল ।
বিকাল : মিষ্টি, কলা-রুটি, জিলাপি, সমুচা, সিংগাড়া ইত্যাদি ।
রাত : ভাত, সবজি/ডিম/মাছ/মাংসের তরকারি ও ডাউল ।
বিশেষ : পোলাও, গরু/খাসি/মুরগির মাংস, বুটের ডাউল, মিষ্টি/কোমল পানীয়/দই ইত্যাদি ।
শুক্রবার : সুবিধা বা ইচ্ছানুযায়ী স্ব-স্ব শুষ্ক খাবার থেতে পারবে ।
(হিন্দু ছাত্রদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা, তাছাড়াও শারীরিক সমস্যায় চাহিদামত খাবার সরবরাহের ব্যবস্থা)
দুপুর : ভাত, সবজি, মাছ অথবা মাংসের তরকারি ও ডাউল ।
বিকাল : মিষ্টি, কলা-রুটি, জিলাপি, সমুচা, সিংগাড়া ইত্যাদি ।
রাত : ভাত, সবজি/ডিম/মাছ/মাংসের তরকারি ও ডাউল ।
বিশেষ : পোলাও, গরু/খাসি/মুরগির মাংস, বুটের ডাউল, মিষ্টি/কোমল পানীয়/দই ইত্যাদি ।
শুক্রবার : সুবিধা বা ইচ্ছানুযায়ী স্ব-স্ব শুষ্ক খাবার থেতে পারবে ।
(হিন্দু ছাত্রদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা, তাছাড়াও শারীরিক সমস্যায় চাহিদামত খাবার সরবরাহের ব্যবস্থা)
☛ বিনোদনের জন্য নির্ধারিত সময়ে শ্রেণি অনুযায়ী সপ্তাহে ১ দিন বা ২ দিন টেলিভিশন দেখা এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেলাধুলার ব্যবস্থা করা ।
☛ ছাত্রদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করা ।
☛ দেশ ও বিদেশ সম্পর্কে জানতে পত্রিকা পাঠের ব্যবস্থা ।
☛ বিতর্ক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ ।
☛ আবাসিক শিক্ষকদের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনে ঐতিহাসিক কোন স্থান বা পার্কে বেড়ানোর ব্যবস্থা করা ।
☛ ছাত্রদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করা ।
☛ দেশ ও বিদেশ সম্পর্কে জানতে পত্রিকা পাঠের ব্যবস্থা ।
☛ বিতর্ক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ ।
☛ আবাসিক শিক্ষকদের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনে ঐতিহাসিক কোন স্থান বা পার্কে বেড়ানোর ব্যবস্থা করা ।