একাডেমিক কোচিং (১ম - ১০ম)
ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে ও মেধা তৈরিতে একটি নির্ভরযোগ্য একাডেমিক কোচিং সেন্টার । আমরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই করি না আমরা নেই দায়িত্ব, যা একজন শিক্ষার্থীকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে । আমাদের নিজস্ব পাঠদান পদ্ধতি, আদায় পদ্ধতি ও প্রয়োগ পদ্ধতি একজন শিক্ষার্থীকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সর্বাত্মক সাহায্য করে ।
বোর্ডের বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানোর পাশাপাশি ইংরেজি ও গণিত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় । প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের ব্লক সিস্টেমে পাঠদান করা হয় । এতে করে নির্ধারিত দুই জন শিক্ষক নিজ ব্যাচের সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীর মধ্যে যে কোন শিক্ষার্থীর সার্বিক বিষয়ে অবগত হন এবং সমস্যা সমাধানে সচেষ্ট হন ।
প্রতিটি ক্লাসে মানসম্পন্ন নোট, সাপ্তাহিক পড়ার তালিকা, Daily Test, Weekly Test, Monthly Test, Model Test সহ সার্বক্ষণিক রয়েছে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ; যা ছাত্র-ছাত্রীদের দেশ সেরা ফলাফলের পিছনে এক যুগান্তকারী ভূমিকা রাখে । প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস নেওয়া এবং আবাসিক ছাত্রদের অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা করা হয় ।
প্রাথমিক শাখা (১ম-৫ম শ্রেণি)
“শাহীন শিক্ষা পরিবার” -এর প্রাথমিক শাখা অপ্রতিদ্বন্দ্বী ও বিকল্পহীন । বিশেষ করে প্রাথমিক বৃত্তিতে “শাহীন শিক্ষা পরিবার” -এর সুপরিকল্পিত পদ্ধতি, নির্ভরযোগ্য সিলেবাস প্রণয়ন, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফলাফলের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হযেছে ।
প্রাথমিক সমাপনী/বৃত্তির গ্রুপ ভিত্তিক ব্যাচগুলোতে বছরের শুরু থেকেই বাৎসরিক পরিকল্পনা বিভাজনের মাধ্যমে পাঠদান করানো হয়, ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা যেমন ভাল ফলাফল করতে পারে তেমনি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরাও মেধা বিকাশসহ বৃত্তি লাভে সমর্থ হয় ।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি
- প্রতিটি ক্লাসে সপ্তাহের শুরুতে শ্রেণি উপযোগী নোট ও সাপ্তাহিক পড়ার তালিকা প্রদান করা হয় ।
- প্রতি সপ্তাহে ৩০ টি ক্লাসে ১৪ টি বিষয়ই পড়ানো হয় এবং প্রতিদিন বিষয়ভিত্তিক অবজেকটিভ পরীক্ষা নেওয়া হয় । সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও উত্তর তৈরির কৌশল শেখানো হয় ।
- সপ্তাহে ৫ বা ৬ দিন ক্লাস এবং ৬ষ্ঠ/৭ম দিন ঐ পড়াগুলোর ওপর সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় এবং সাপ্তাহিক পরীক্ষার মেধাভিত্তিক ফলাফল ও পুরস্কার প্রদান করা হয় ।
- সাময়িক/নির্বাচনী, J.S.C এবং S.S.C পরীক্ষার পূর্বে বোর্ড পরীক্ষার অনূরূপ একাধিক মডেল টেস্ট গ্রহণ করা হয় । রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মেধাভিত্তিক পৃথক ব্যাচ ।
- চেয়ারম্যান স্যার J.S.C ও S.S.C পরীক্ষার্থীদের সরাসরি তত্ত্বাবধান করে থাকেন ।