• সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত । জাতীয় পর্যায়ে ৪ বার ১ম স্থান অর্জকারী প্রতিষ্ঠান ।

ক্যাডেট কলেজ ভর্তি কোচিং

ক্যাডেট কলেজ ভর্তি কোচিং

ক্যাডেট কলেজ ভর্তিতে এক বৎসর কোচিং করে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর কৃতিত্ব একমাত্র আমাদেরই । শুধুমাত্র ২০২৩ সালেই লিখিত ২৯৮ জনের চান্সপ্রাপ্তি । ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে ভিত্তি মজবুত করাই আমাদের লক্ষ্য ।

শিক্ষার্থীদের জন্য রয়েছে সপ্তাহে ৫ দিন ক্লাস ও ক্লাস টেস্ট এবং ১ দিন সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা । প্রতিদিন স্কুলের বিপরীত শিফটে প্রায় ৪ ঘন্টা এবং স্কুল বন্ধের সময় ৬ থেকে ৭ ঘন্টা করে ক্লাস । তাছাড়া ডে-কেয়ার ও নাইট কেয়ার ব্যবস্থাও রয়েছে । সাপ্তাহিক পরীক্ষা শেষে শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিতকরণ সাপেক্ষে পুনরায় বুঝানো এবং পূর্বে শেখা পাঠগুলো ভালভাবে মনে রাখতে পর্যালোচনামূলক পরীক্ষা গ্রহণ । প্রতিটি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মেধাভিত্তিক ফলাফল প্রদান ও অভিভাবকদের অবহিত করা হয় ।

project-slider-image
project-slider-image

কেন আমরা ব্যতিক্রম

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি যারা ক্যাডেট কোচিং এর সহযোগিতা নিতে ইচ্ছুক তাদের জন্য ‘শাহীন ক্যাডেট কোচিং’ শুধুমাত্র টাঙ্গাইলে নয় সমগ্র দেশেই বিকল্পহীন ও অপ্রতিদ্বন্দ্বী । বিগত বৎসরগুলোতে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে আনুপাতিক হারে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স প্রাপ্তিই তার একমাত্র উদাহরণ ।

বৎসরের শুরু থেকে পরিকল্পিত পদ্ধতিতে গঠনমূলক ক্লাসের মাধ্যমে পাঠদান, সর্বোচ্চ মানসম্পন্ন নোট প্রদান, পড়া আদায়, ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট ইত্যাদির মাধ্যমে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার লক্ষ্যে কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্ব-স্ব স্কুলের সেমিস্টার পরীক্ষায় ভাল ফলাফল করার সর্বোচ্চ প্রচেষ্টা । এছাড়াও-

  • বিগত বছর ক্যাডেট কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের দিয়ে চলতি বছরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ক্লাস গ্রহণ ও উৎসাহমূলক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
  • শুধুমাত্র শাস্তি বা শাসন নয় । প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে শিক্ষার্থীদের নিজ পাঠের প্রতি আগ্রহী করে তোলা হয় ।
  • অধিকতর অগ্রসর এবং মেধাসম্পন্ন শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য ।

বিশেষ বৈশিষ্ট্য সমূহ

অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকের পাশাপাশি ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক ও অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে পাঠদান ও ভর্তি পরীক্ষার অনুরূপ একাধিক মডেল টেস্ট গ্রহণ করা হয় ।
শাহীন শিক্ষা পরিবারের ‘বেসিক প্রকাশনী’ কর্তৃক প্রকাশিত ২৮ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ শিক্ষক দ্বারা রচিত গাইডগুলো শিক্ষার্থীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়ক হিসেবে কাজ করে ।

শাহীন ক্যাডেট কোচিং এর কার্যকর নিজস্ব পাঠ পদ্ধতি, পাঠ আদায় ও প্রয়োগ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীকে গড়ে তোলা হয় এবং শিক্ষাবর্ষের শেষে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে কমপক্ষে ১৫ টি মডেল টেস্ট এবং ৫০ টি মডেল প্রশ্নের সমাধান করানোর ব্যবস্থা করা হয় ।

শুধুমাত্র পাঠদানই নয় । ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে ভর্তি ফরম সংগ্রহ, ফরম পূরণ ও জমা দান, মেডিক্যাল চেকআপ এবং লিখিত পরীক্ষায় নির্বাচিতদের মৌখিক পরীক্ষাসহ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত সার্বিক দায়িত্ব কোচিং কর্তৃপক্ষের ।
এছাড়াও বৎসরের যে কোন সময় আমাদের এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে স্থানান্তর করলে নতুন করে ভর্তি করতে হয় না ।
আবাসিক ভর্তির ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি নিরাপত্তা বেষ্টনী বা খেলার পরিবেশ আছে কিনা এবং সার্বিক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন