• সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত । জাতীয় পর্যায়ে ৪ বার ১ম স্থান অর্জকারী প্রতিষ্ঠান ।

কলেজ (একাদশ - দ্বাদশ শ্রেণি)

কলেজ (একাদশ - দ্বাদশ)

বর্তমান অসততা, আর্থ-সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে সৎ, আদর্শ, নিষ্ঠাবান এবং আলোকিত মানুষ তৈরি করা এবং শিক্ষার্থী ও পিতা-মাতার লালিত স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে প্রস্তুত করে তার মধ্যে দৃঢ় আস্থা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ।

আমাদের রয়েছে অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস । ক্লাসরুম সহ সমস্ত ক্যাম্পাস CCTV দ্বারা নিয়ন্ত্রিত । চমৎকার লোকেশন ও উন্নত পরিবেশ । মেধা বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সক্রিয় অংশগ্রহনের সুযোগ । এস.এস.সি-র চেয়ে এইচ.এস.সি-তে ভালো ফলাফল করার নিশ্চয়তায় পাঠদান করা হয় ।
ধুমপান ও রাজনীতিমুক্ত নিরিবিলি ক্যাম্পাস । আরও আছে কঠোর নিয়মানুবর্তিতা, সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা । নিয়মিত Practical ক্লাস ও ছেলে-মেয়ে উভয়ের জন্য পৃথক আবাসিক সুবিধা ।

project-slider-image
project-slider-image
project-slider-image

টাঙ্গাইল জেলার প্রথম ও একমাত্র ISO সনদপ্রাপ্ত কলেজ

‘শাহীন কলেজ’ এর রয়েছে নিজস্ব ও সুনিপূণ পাঠ পরিকল্পনা (সিডিউল) । সপ্তাহে ৬ দিন ক্লাস ও প্রতিদিন বিষয়ভিত্তিক ক্লাসটেষ্ট । ১ম ও ২য় বর্ষে তিন মাস পর পর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় ।
সহজ পাঠ পরিকল্পনার মাধ্যমে পড়া আদায় এবং সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়ে পাঠদান করা হয় ।

অমনোযোগী শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাঠদান করা হয় । নিয়মিত ক্লাস করলে কোচিং এর প্রয়োজন হয় না । মেধানুসারে ব্যাচ ভিত্তিক পাঠদান ও দুর্বল শিক্ষার্থীদের Extra Care নেওয়া হয় । মেধা বিকাশে ২-১০ জনের ব্যাচ ভিত্তিক পাঠদান (এজন্য অতিরিক্ত কোন ফি নেওয়া হয় না) । অভিভাবকের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীর অবস্থান অবহিত করা হয় ।

প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে-

  • প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণসহ আধুনিক বিজ্ঞান গবেষণাগার
  • ইন্টারনেট সুবিধাসহ অত্যাধুনিক Computer Lab.
  • সু-পরিসর শ্রেণি কক্ষ ও নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা
  • জাতীয় দিবসে সক্রিয় অংশগ্রহণ
  • প্রাথমিক চিকিৎসা সেবা
  • SEF Foundation বৃত্তি ও শিক্ষার্থী উপবৃত্তি (সরকার কর্তৃক)
  • বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ (শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ইত্যাদি)

শাহীন শিক্ষা পরিবারের বিশেষ দিকসমূহ