• সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত । জাতীয় পর্যায়ে ৪ বার ১ম স্থান অর্জকারী প্রতিষ্ঠান ।

স্কুল (প্লে গ্রুপ - ১০ম শ্রেণি)

স্কুল (প্লে গ্রুপ - ১০ম শ্রেণি)

সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী “শাহীন স্কুল” পরিচালিত হয় । স্কুলটিতে উপকরণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় পাঠদান করা হয় বলে অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন হয় না । স্কুলটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, শরীর চর্চা ও শারীরিক কসরৎ, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এর ব্যবস্থা ।

শিক্ষার্থীদের যুগোপযোগী ও ধারাবাহিক শিক্ষা প্রদানের লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবার -এর অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক রচিত ‘বেসিক প্রকাশনী’ ও ‘শাহীন পাবলিকেশন্স’ -এর প্রকাশিক বিভিন্ন গবেষণামূলক বই এর মাধ্যমে পাঠদান করা হয় । এ কারণে প্রাথমিক পর্যায় থেকেই ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত হয় ।
প্রতিদিন স্কুলে এবং শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে Spoken English এর চর্চা করা হয় । ফলে একজন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে তুলনামূলক অধিক জ্ঞান অর্জন করতে পারে । সহজ সরল Sentence ব্যবহার করে Spoken English কে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয় ।

project-slider-image
project-slider-image
project-slider-image

সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষায় তৈরিকৃত নোট প্রদান করা হয় ।
সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা । বিনোদনের জন্য এবং স্কুলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে ছাতা, দোলনা, স্লিপার, ঢেঁকি প্রভৃতি রাইড্স এর সমন্বয়ে রয়েছে আকর্ষণীয় শিশু পার্ক ।
সরকারী অনুমোদন প্রাপ্ত বলে সরাসরি স্কুল থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ/ব্যবস্থা রয়েছে ।

ব্যতিক্রম ও বিশেষ দিকসমূহ

বছরে ৩ টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয় । সেমিস্টার পরীক্ষায় ভাল ফলাফলের লক্ষ্যে মাসিক এবং মাসিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের প্রত্যাশায় পাক্ষিক পরীক্ষার ব্যবস্থা । পাক্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য দৈনিক কঠোরভাবে One By One পড়া আদায় করা হয় ।

সর্বোপরি এদেশের শিক্ষা ও পাঠ্যক্রম এবং আধুনিক বিশ্বের চিন্তা চেতনার সাথে তাল মিলিয়ে এক ভিন্ন মাত্রার শিক্ষাদানে অঙ্গীকারাবদ্ধ এ স্কুলটি নিজস্ব শিক্ষা ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ ব্যবহার করে ।

দুর্বল ও সবলদের জন্য মেধাভিত্তিক ব্যাচ তৈরি করে পাঠদান করা হয় । দুর্বল শিক্ষার্থীদের দুর্বল বিষয়/পাঠ (Topic/Lesson) চিহ্নিতকরণ সাপেক্ষে পৃথকভাবে ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়া হয় ।

সেরা সাফল্য

২০০৪, ২০০৮, ২০০৯ ও ২০১০ সনে বাংলাদেশে ও ২০১১ সনে সম্মিলিত ৩য় স্থান অর্জন । টাঙ্গাইল হতে ১৯ বার ১ম স্থান অর্জন । এছাড়াও গাজীপুর, বগুড়া ও ময়মনসিংহে ১ম স্থান অর্জনসহ ২০১০ ও ২০১১ সন বরিশালে ১ম স্থান অর্জন ।

এক বৎসর কোচিং করে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর কৃতিত্ব একমাত্র আমাদেরই । শুধুমাত্র ২০২৩ সালেই লিখিত ২৯৮ জনের চান্সপ্রাপ্তি । ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে ভিত্তি মজবুত করাই আমাদের লক্ষ্য ।

গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের প্রথম বৎসর টাঙ্গাইলের একমাত্র A+ প্রাপ্ত জিতু এবং দ্বিতীয় বৎসরে টাঙ্গাইলের একমাত্র A+ প্রাপ্ত সুমি উভয়ই আমাদের ছাত্র-ছাত্রী । শুধুমাত্র টাঙ্গাইল হতেই বিগত বছর গুলোতে ১১৮৭ জনের A+ প্রাপ্তি ।

শাহীন শিক্ষা পরিবার যেভাবে পরিচালিত হয়