স্কুল (প্লে গ্রুপ - ১০ম শ্রেণি)
সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী “শাহীন স্কুল” পরিচালিত হয় । স্কুলটিতে উপকরণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় পাঠদান করা হয় বলে অতিরিক্ত গৃহশিক্ষক বা কোচিং এর প্রয়োজন হয় না । স্কুলটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, শরীর চর্চা ও শারীরিক কসরৎ, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এর ব্যবস্থা ।
শিক্ষার্থীদের যুগোপযোগী ও ধারাবাহিক শিক্ষা প্রদানের লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবার -এর অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক রচিত ‘বেসিক প্রকাশনী’ ও ‘শাহীন পাবলিকেশন্স’ -এর প্রকাশিক বিভিন্ন গবেষণামূলক বই এর মাধ্যমে পাঠদান করা হয় । এ কারণে প্রাথমিক পর্যায় থেকেই ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত হয় ।
প্রতিদিন স্কুলে এবং শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে Spoken English এর চর্চা করা হয় । ফলে একজন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে তুলনামূলক অধিক জ্ঞান অর্জন করতে পারে । সহজ সরল Sentence ব্যবহার করে Spoken English কে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয় ।
সপ্তাহের শুরুতে সাপ্তাহিক পড়ার তালিকা ও পাঠ্য বইকে প্রাধান্য দিয়ে সহজ ও সাবলিল ভাষায় তৈরিকৃত নোট প্রদান করা হয় ।
সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা । বিনোদনের জন্য এবং স্কুলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে ছাতা, দোলনা, স্লিপার, ঢেঁকি প্রভৃতি রাইড্স এর সমন্বয়ে রয়েছে আকর্ষণীয় শিশু পার্ক ।
সরকারী অনুমোদন প্রাপ্ত বলে সরাসরি স্কুল থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ/ব্যবস্থা রয়েছে ।