Recruitment

Recruitment

Recruitment of Rajshahi Branch

🎯 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 🎯 ✨টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং, রাজশাহী শাখার ৩টি ক্যাম্পাসের জন্য কিছু সংখ্যক সৎ, আন্তরিক, দক্ষ ও স্মার্ট শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। সহকারী শিক্ষক-ইংরেজি: ০২ জন সহকারী শিক্ষক-গণিত: ০২ জন সহকারী শিক্ষক-বাংলা: ০২ জন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম: ০১ জন ✅ আবেদনের শর্তাবলী: 👉জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং, রাজশাহী শাখায় ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত, বাংলা ও ইসলাম ধর্ম পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন । 👉আগ্রহী ও যোগ্য প্রার্থীকে আগামী ১৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নির্দিষ্ট আবেদন ফরম নিজ হাতে পূরণ করে স্ব-শরীরে এসে অফিসে জমা দিতে হবে। (ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়) 📝 আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন:👇 আবেদন ফরম 👉ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত, বাংলা ও ইসলাম ধর্ম বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ.পাশ না হলেও চলবে। 👉সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে। ক) ইংরেজি বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-২০,০০০/- টাকা। খ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-২০,০০০/- টাকা। গ) বাংলা বিষয়ে পারদর্শীগণ  ১০,০০০-১৫,০০০/- টাকা। ঘ) ইসলাম ধর্ম বিষয়ে পারদর্শীগণ – ১০,০০০-১৫,০০০/- টাকা। 👉ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ) বিষয়ে আবেদনকারীকে অবশ্যই গ্রামার/স্পোকেন ইংলিশ পারদর্শী হতে হবে। 👉বাংলা বিষয়ে আবেদনকারীকে অবশ্যই বাংলা ব্যাকরণে পারদর্শী হতে হবে। 👉ইসলাম ধর্ম বিষয়ে আবেদনকারীকে অবশ্যই বিশুদ্ধভাবে সালাত আদায় ও নূরানী পদ্ধতিতে কুরআন শেখানোর অভিজ্ঞতা থাকতে হবে। 👉অভিজ্ঞ/স্থায়ী নিয়োগ প্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়া হবে। 👉সুপারিশকৃত প্রার্থী অযোগ্য হিসেবে গণ্য হবে এবং দরখাস্ত বাতিল করা হবে। 👉নিয়োগ পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। 👉লিখিত পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে কল করে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ***  বিস্তারিত তথ্য জানতে- ০১৭১৪ ১৭০ ১৭৫, ০১৭৮৪ ৪৪১ ১০০, ০১৭১৮ ৫৭০ ৭১৭ 📌 আবেদন ফরম জমা দেওয়ার ঠিকানা:২৫৫/২, ইসলাম মঞ্জিল, উপশহর নিউ মার্কেট, শাহীন স্কুল, রাজশাহী শাখা, রাজশাহী। *** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১৫ ডিসেম্বর, ২০২৫।*** লিখিত পরীক্ষার সময় : ১৯ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায়।*** পরীক্ষার ভেন্যু : ২৫৫/২, ইসলাম মঞ্জিল, উপশহর নিউ মার্কেট, শাহীন স্কুল, রাজশাহী শাখা, রাজশাহী। 📝 আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন:👇 আবেদন ফরম

Recruitment

SEF Recruitment Sep-25

শূন্য পদের নামসমূহ: ১। শ্রেণি পরিচালক ২। প্রশাসনিক কর্মকর্তা ৩। অডিটর (পুরুষ) ৪। ভবন সুপারভাইজার (মহিলা) ৫। কম্পিউটার অপারেটর (পুরুষ) ১। শ্রেণি পরিচালক (ইংরেজি / গণিত / বিজ্ঞান): শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর 🔹 ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান/রসায়ন বিষয়ে পাঠদানে পারদর্শী 🔹 শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে 🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে 🔹 বিষয়ভিত্তিক দক্ষতা ভালো হলে মাস্টার্স ডিগ্রি না থাকলেও আবেদন করা যাবে 🔹 স্নাতক অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন (বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে) 💰 বেতন: ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা ২। প্রশাসনিক কর্মকর্তা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস। 🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে 🔹 থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসিকে করা হবে। 💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।) ৩। অডিটর (পুরুষ): শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস। 🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে 🔹 থাকা, খাওয়া ও যাতায়াত খরচ প্রতিষ্ঠান বহন করবে 💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা। (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।) ৪। ভবন সুপারভাইজার (মহিলা): শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস। 💰 বেতন: ১২,০০০/- থেকে ১৮,০০০/- টাকা ৫। কম্পিউটার অপারেটর (পুরুষ): শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস। 🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে 💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা। (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।) ▶️ শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না।(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়) ▶️ কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিয়োগ বিজ্ঞপ্তির ফেসবুক পোস্টে কমেন্ট করুন। ***  আবেদন ফরম পাঠানোর ঠিকানা:চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবারবাসা-১৫, রোড-০৩, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০ *** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১২ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার), সন্ধ্যা ৬.০০টা*** লিখিত পরীক্ষার সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার), সকাল ১০.০০টা*** পরীক্ষার ভেন্যু : শাহীন স্কুল, উত্তরা শাখা। বাসা-১৫, রোড-০৩, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০ আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন আবেদন ফরম আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন বি.দ্র: ডাকযোগ/কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে Shaheen Education Family এর পেইজে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টের কমেন্টস সেকশনে জানানোর জন্য বলা যাচ্ছে।

Recruitment

Recruitment of Branch Director

পদের নাম : প্রশিক্ষণকালীন শাখা পরিচালক পদ সংখ্যা: ১২০ জন ইংরেজি: ৪০ জন গণিত: ৪০ জন বিবিধ: ৪০ জন বেতন ও অংশীদারত্ব: অর্থ বিনিয়োগ না করেই গণিত ও ইংরেজিতে পারদর্শীগণ ১৫% অংশীদার ও মাসিক বেতন ১৫,০০০/- বিবিধ বিষয় পারদর্শীগণ: ১০-১৫% অংশীদার ও মাসিক বেতন ১৫,০০০/- বিস্তারিত: প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগের পর স্থায়ীভাবে একটি শাখার পরিচালক হওয়ার সুবর্ণ সুযোগ! বিনা পুঁজিতে কমপক্ষে ৬ মাস থেকে ১২ মাস পর থেকে শাখা পরিচালক পদের জন্য যোগ্যতর হিসেবে বিবেচিত হবে ইং–শা-আল্লাহ। এ সুযোগের মধ্য দিয়ে বিনিয়োগ ছাড়াই শাহীন শিক্ষা পরিবারের অংশীদার হিসেবে একটি জেলা, উপজেলা বা একটি বাণিজ্যিক এলাকার শাখা পরিচালক হওয়ার অনন্য সুযোগ। একজন ব্যক্তি শিক্ষা জীবনে যতটুকু পরিশ্রম করুক না কেনো? ট্রেনিংকালীন কয়েকমাসের মধ্যেই তার জীবনের সাফল্যের চাকা ঘুরে যেতে পারে ইং–শা-আল্লাহ। তবে অসৎ, চারিত্রিক ত্রুটি, অলস, খিটখিটে মেজাজের সর্বোপরি আমানতদারিতে ঘাটতি ব্যক্তিদের জন্য শাহীন শিক্ষা পরিবার নহে। শাখা পরিচালক হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব যোগ্যতা ন্যূনতম থাকতে হবে তা নিম্নরূপ: ▶️ ইংরেজি অথবা গণিত বিষয়ে পারদর্শী হতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে এবং গণিতের ক্ষেত্রে অবশ্যই গণিত বিষয়ে ন্যূনতম পারদর্শী হতে হবে। ▶️ বিবিধ: যেকোনো বিষয়ে শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য, তবে প্রশাসনিক দক্ষতা ভালো হতে হবে। যদিও প্রশাসনিক ট্রেনিং করানো হবে কিন্তু কিছু বিষয় রয়েছে একজন মানুষের স্বকীয়তায় গড়ে ওঠে। ▶️ প্রশিক্ষণকালীন সময়ে সর্বোচ্চ পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে নিজেকে তৈরি করার মানসিকতা ও প্রচেষ্টায় লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণকারীরাই শুধুমাত্র দরখাস্ত করবে। শাহীন শিক্ষা পরিবারে আন্তরিকতা, পরিশ্রমই, সততা ও আমানতদারির গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এ সকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তি টিকে থাকতে পারে। তাছাড়া বাকিরা সাময়িকের জন্য টিকে থাকতে পারলে অস্থায়ীভাবে বহাল থাকতে পারে না। ▶️ প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা প্রদান করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণ কালীন সময়ের সম্মানী নির্ধারণ করা হবে। ▶️ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ বা সমমান পাশ। (শাহীন শিক্ষা পরিবারের যে কোন শাখার শিক্ষকগণ আবেদনের সুযোগ পাবেন; এমনকি তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে ইং–শা-আল্লাহ) ▶️ ইংরেজি/গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী তবে অধূমপায়ী ও পান খায় না এমন ব্যক্তি আবেদন করতে পারবেন। (ধূমপানকারী ও পান খাওয়া ব্যক্তি সম্পূর্ণ অযোগ্য) ▶️ শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে। ▶️ প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩ মাস। ★ প্রথম পর্যায়ে ১ মাস অনলাইনেই ট্রেনিং কার্যক্রম করানো হবে। প্রার্থীগণ নিজ বাসা থেকেই এই ১ মাস ট্রেনিং করতে পারবেন। ★ দ্বিতীয় পর্যায়ে ১ মাস টাঙ্গাইলে প্রধান শাখায় বিষয়ভিত্তিক সরাসরি ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত সময় থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে। সেই সাথে ১৫,০০০/- টাকা সম্মানি হিসাবে প্রদান করা হবে। ★ তৃতীয় পর্যায়ে ১ মাস অনলাইনে আনুষঙ্গিক বিষয়ে ট্রেনিং কার্যক্রম করানো হবে এবং প্রধান কার্যালয়ের ট্রেনিং কার্যক্রমগুলোর উপরে নিজেকে শিক্ষার্থীর মতো লেখাপড়া করে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে হবে। উক্ত সময় প্রার্থী নিজ বাসায় অবস্থান করবেন অথবা শাহীন শিক্ষা পরিবার কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কোন শাখায় যুক্ত রাখা হবে। এ সময় ৭,৫০০/- টাকা সম্মানি প্রদান করা হবে। ★ চূড়ান্ত প্রশিক্ষণ: প্রাথমিক প্রশিক্ষণে ৬০% এর অধিক নম্বরধারীগণ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য শাহীন শিক্ষা পরিবারের যে কোন জেলায় অথবা শূন্যপদ সাপেক্ষে নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় ছয় থেকে বারো মাস ব্যাপি শিক্ষক হিসেবে নিম্নোক্ত বেতন কাঠামোতে নিয়োগ প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ ও দক্ষতা সাপেক্ষে পর্যায়ক্রমে শাখা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। তবে উল্লেখ থাকে যে, শাহীন শিক্ষা পরিবারের কর্মরত শিক্ষকগণ ট্রেনিং করার পর শাহীন শিক্ষা পরিবারের পূর্ব শাখায় কর্মরত থাকতে পারবে বা হতে পারবে। ★ অ্যাপটিটিউট টেস্টের নম্বরের ভিত্তিতে মাসিক বেতন ১৫,০০০/- (৬০% মার্ক), ১৮,০০০/-(৭০% মার্ক), ১৮৫০০/- (৭৫% মার্ক), ১৯,০০০/- (৮০% মার্ক), ১৯,৫০০/- (৮৫% মার্ক) এবং ২০,০০০/- (৯০%+ মার্ক) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ৬০% এর নিচে নম্বরপ্রাপ্ত প্রার্থীগণ প্রশিক্ষণ গ্রহণ করার কারণে শাহীন শিক্ষা পরিবারের কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী শাখায় শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। ▶️ লিখিত, মৌখিক ও প্রশাসনিক পরীক্ষার মাধ্যমে জেলা শাখার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে উপজেলা বা ইউনিয়ন (এমন অনেক জায়গা রয়েছে সেগুলো ইউনিয়নের মধ্যে হলেও একটি জেলা শাখার চেয়েও অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে) শাখার জন্য বিবেচিত হতে পারেন, সে ক্ষেত্রে অংশীদারিত্বের হার কমতে পারে। ▶️ বিবিধ ক্যাটাগরির জন্য: প্রশিক্ষণ শেষে ৮-১২ মাস স্কুল সেকশনে কাজ করতে হবে। প্রয়োজনে আরও বেশি কাজের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করতে হবে। প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে পরিচালক হওয়ার সুযোগ থাকবে। শাহীন শিক্ষা পরিবারের কর্মরত শিক্ষকগণ শুধুমাত্র পরীক্ষার পর প্রশাসনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা যাচাই করে শাখা পরিচালক পদে যোগ্যতা অর্জন করতে পারবেন। ▶️ ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে প্রার্থীর বিপরীতে প্রশিক্ষণকালীন সময়ে ব্যয় হওয়া অর্থ ফেরৎ প্রদান করতে হবে। ▶️ শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না। তবে তথ্য ঘাটতি একজন প্রার্থীর অগ্রগামীতায় ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়) ***  অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১ (WhatsApp) ***  আবেদন ফরম পাঠানোর ঠিকানা:চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবারSEF  ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল। *** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ২৪ এপ্রিল, ২০২৫ বিকাল ০৪.০০ টা পর্যন্ত ।*** লিখিত পরীক্ষার সময় : ২৬ এপ্রিল, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায়। *** পরীক্ষার ভেন্যু : SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল। প্রবেশপত্র বিতরণ:WhatsApp এ মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে। প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে। আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন আবেদন ফরম আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন বি.দ্র:ডাকযোগ/ কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে নিয়োগ বিজ্ঞপ্তির পেইজে কমেন্টস সেকশনে জিজ্ঞাসা বা জানানোর জন্য বলা যাচ্ছে।

Recruitment

Recruitment of assistant teachers

পদের নাম : সহকারী শিক্ষক বিষয় সমূহ : ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) বিস্তারিত বিবরণ: ১।  জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান “শাহীন শিক্ষা পরিবার” এ ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন । ২।  ইংরেজি (গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত ও বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে। ৩।  বিজ্ঞান বিষয়ে পাঠদানে আগ্রহী প্রার্থীগণকে পদার্থ, রসায়ন উভয় বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। ৪।  সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে।  ক) ইংরেজি গ্রামার ও স্পোকেন পারদর্শীগণ ১২,০০০-১৫,০০০/- টাকা। খ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-১৪,০০০/- টাকা। গ) বিজ্ঞান বিষয়ে পারদর্শীগণ – ১২,০০০-১৪,০০০/- টাকা। (যা লিখিত, মৌখিক ও ট্রেনিংকালীন দক্ষতার উপর নির্ধারণ করা হবে।) ৫।  সহকারী শিক্ষক হিসেবে সততা, দক্ষতা, যোগ্যতা প্রদর্শন সাপেক্ষে পরবর্তীতে বিনা পুঁজিতে শাখা অংশীদার হিসেবে আবেদন করতে পারবেন। অর্থাৎ শাহীন শিক্ষা পরিবারের কোন একটি জেলা অথবা উপজেলা শাখার পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ থাকবে। ৬।  শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে। ৭।  স্নাতক অধ্যয়নরত আবেদন করতে পারবেন। তবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। ৮।  ট্রেনিং এর সময়ঃ ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে ফেরত প্রদান করতে হবে । ৯।  ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে। ***  অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১, ০১৬৮০-০৬৪১২৫, ০১৬০২-৯৪২৭০২ ***  আবেদন ফরম পাঠানোর ঠিকানা:চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবারবাসা# ৩৬, রোড# ২৬, সেক্টর# ০৭, উত্তরা, ঢাকা। *** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ বিকাল ০৫.০০ টা পর্যন্ত ।*** লিখিত পরীক্ষার সময় : ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায়। *** পরীক্ষার ভেন্যু : বাসা: ১৫, রোড: ০৩, সেক্টর: ১১, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন আবেদন ফরম আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন

Scroll to Top