✅ আবেদনের শর্তাবলী:
👉জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং, রাজশাহী শাখায় ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত, বাংলা ও ইসলাম ধর্ম পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন ।
👉আগ্রহী ও যোগ্য প্রার্থীকে আগামী ১৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নির্দিষ্ট আবেদন ফরম নিজ হাতে পূরণ করে স্ব-শরীরে এসে অফিসে জমা দিতে হবে।
(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়)
📝 আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন:👇
👉ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ), গণিত, বাংলা ও ইসলাম ধর্ম বিষয়ে দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ.পাশ না হলেও চলবে।
👉সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মাসিক বেতন নির্ধারণ করা হবে। ক) ইংরেজি বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-২০,০০০/- টাকা। খ) গণিত বিষয়ে পারদর্শীগণ ১২,০০০-২০,০০০/- টাকা। গ) বাংলা বিষয়ে পারদর্শীগণ ১০,০০০-১৫,০০০/- টাকা। ঘ) ইসলাম ধর্ম বিষয়ে পারদর্শীগণ – ১০,০০০-১৫,০০০/- টাকা।
👉ইংরেজি(গ্রামার/স্পোকেন ইংলিশ) বিষয়ে আবেদনকারীকে অবশ্যই গ্রামার/স্পোকেন ইংলিশ পারদর্শী হতে হবে।
👉বাংলা বিষয়ে আবেদনকারীকে অবশ্যই বাংলা ব্যাকরণে পারদর্শী হতে হবে।
👉ইসলাম ধর্ম বিষয়ে আবেদনকারীকে অবশ্যই বিশুদ্ধভাবে সালাত আদায় ও নূরানী পদ্ধতিতে কুরআন শেখানোর অভিজ্ঞতা থাকতে হবে।
👉অভিজ্ঞ/স্থায়ী নিয়োগ প্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়া হবে।
👉সুপারিশকৃত প্রার্থী অযোগ্য হিসেবে গণ্য হবে এবং দরখাস্ত বাতিল করা হবে।
👉নিয়োগ পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
👉লিখিত পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে কল করে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
*** বিস্তারিত তথ্য জানতে- ০১৭১৪ ১৭০ ১৭৫, ০১৭৮৪ ৪৪১ ১০০, ০১৭১৮ ৫৭০ ৭১৭
📌 আবেদন ফরম জমা দেওয়ার ঠিকানা:
২৫৫/২, ইসলাম মঞ্জিল, উপশহর নিউ মার্কেট, শাহীন স্কুল, রাজশাহী শাখা, রাজশাহী।
*** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১৫ ডিসেম্বর, ২০২৫।
*** লিখিত পরীক্ষার সময় : ১৯ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায়।
*** পরীক্ষার ভেন্যু : ২৫৫/২, ইসলাম মঞ্জিল, উপশহর নিউ মার্কেট, শাহীন স্কুল, রাজশাহী শাখা, রাজশাহী।