SEF Recruitment Sep-25

শূন্য পদের নামসমূহ:
১। শ্রেণি পরিচালক
২। প্রশাসনিক কর্মকর্তা
৩। অডিটর (পুরুষ)
৪। ভবন সুপারভাইজার (মহিলা)
৫। কম্পিউটার অপারেটর (পুরুষ)

১। শ্রেণি পরিচালক (ইংরেজি / গণিত / বিজ্ঞান):

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর
🔹 ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান/রসায়ন বিষয়ে পাঠদানে পারদর্শী
🔹 শাহীন শিক্ষা পরিবারের যেকোনো ক্যাম্পাসে কাজ করার মানসিকতা থাকতে হবে
🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে
🔹 বিষয়ভিত্তিক দক্ষতা ভালো হলে মাস্টার্স ডিগ্রি না থাকলেও আবেদন করা যাবে
🔹 স্নাতক অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন (বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে)
💰 বেতন: ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা

২। প্রশাসনিক কর্মকর্তা:

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস।
🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে
🔹 থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসিকে করা হবে।
💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।)

৩। অডিটর (পুরুষ):

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস।
🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে
🔹 থাকা, খাওয়া ও যাতায়াত খরচ প্রতিষ্ঠান বহন করবে
💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা। (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।)

৪। ভবন সুপারভাইজার (মহিলা):

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস।
💰 বেতন: ১২,০০০/- থেকে ১৮,০০০/- টাকা

৫। কম্পিউটার অপারেটর (পুরুষ):

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস।
🔹 সৎ, দক্ষ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে
💰 বেতন: ৮,০০০/- থেকে ১২,০০০/- টাকা। (শিক্ষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।)

▶️ শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না।
(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়)

▶️ কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিয়োগ বিজ্ঞপ্তির ফেসবুক পোস্টে কমেন্ট করুন।

***  আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
বাসা-১৫, রোড-০৩, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০

*** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১২ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার), সন্ধ্যা ৬.০০টা
*** লিখিত পরীক্ষার সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার), সকাল ১০.০০টা
*** পরীক্ষার ভেন্যু : শাহীন স্কুল, উত্তরা শাখা। বাসা-১৫, রোড-০৩, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০

আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন

বি.দ্র: ডাকযোগ/কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না পেলে Shaheen Education Family এর পেইজে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্টের কমেন্টস সেকশনে জানানোর জন্য বলা যাচ্ছে।

Share the Post:
Scroll to Top